ঢাকা, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আবার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


আবার ভূমিকম্প

আবার ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প পরিমাপক সংস্থা ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, বাংলাদেশে ভোর ৬টা ১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে, সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। এদিন দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। এ ছাড়া গত কিছুদিন ধরেই বিরতি দিয়ে নরসিংদীতে ভূমিকম্প হচ্ছে। এতে কাঁপছে ঢাকাও। বিশেষজ্ঞদের কেউ কেউ এসব ভূমিকম্পকে বড় কম্পনের পূর্বাভাস বলে সন্দেহ করছেন। এজন্য ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারসহ প্রয়োজনীয় প্রস্তুতির তাগিদ দিচ্ছেন তারা।


   আরও সংবাদ