ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫ ১৪:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


 যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

সিলেট জেলার সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় সাইফুল ইসলাম (২০) নামে এক যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
 
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পরে ডোনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত সাইফুল ইসলাম রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে।
 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আর্থিক লেনদেন থেকে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়। সাইফুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নাম প্রকাশ না করার শর্তে এক ইউপি সদস্য জানান, রাতাছড়া গ্রামের শাকিল আহমদ ও সুমন আহমদ সন্ধ্যায় ডোনা বাজারে যাওয়ার পথে সাইফুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাকে বাড়িতে নিয়ে বেঁধে রাখা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
 
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, “পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে সাইফুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় প্রতিপক্ষ। তারা তাকে বেঁধে রেখে কুপিয়ে জখম করে। পরে স্বজন ও স্থানীয় লোকজন গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ সোমবার (০১ ডিসেম্বর) সকালে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যার ঘটনায় জড়িতদের খোঁজে রয়েছে পুলিশ। তাদের আটকের চেষ্টা চলছে।


   আরও সংবাদ