স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬ ২০:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে টাইগার যুবারা। এই হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের।
ইনিংসের প্রথম ওভারেই ওপেনার জাওয়াদ আবরার সাজঘরে ফেরেন। ৩ বল খেলে ৬ রান করেন তিনি। এরপর রিফাত বেগ ও আজিজুল হাকিম তামিম কিছুটা স্থিতি আনার চেষ্টা করেন। তবে দলের রান যখন ৫৩, তখন ৩৬ বলে ৩১ রান করা রিফাত বিদায় নিলে ভাঙে সেই জুটি।
অল্প সময়ের ব্যবধানে ফেরেন তামিম ও কালাম সিদ্দিকী অলিন। তামিম ৪৬ বলে ২০ রান করেন, অলিন ২৭ বলে মাত্র ১০ রান করে একই ওভারে আউট হন। ৭২ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এরপর রিজান হোসেনও বেশিক্ষণ টিকতে পারেননি।
১৮ বলে ৯ রান করে ফিরে গেলে ইনিংস আরও দুর্বল হয়ে পড়ে। কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন মোহাম্মদ আব্দুল্লাহ, যিনি ৩৪ বলে ২৫ রান করেন। শেষদিকে শাহরিয়ার আহমেদ চেষ্টা চালালেও বড় স্কোর গড়তে ব্যর্থ হয় দল। ৩২ বলে ১৮ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন শাহরিয়ার। সব মিলিয়ে ১৩৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ইংল্যান্ডের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন সেবাস্তিয়ান মরগান, যিনি ৩ উইকেট নেন। রালফি আলবার্ট ও মানি লামসদেন নেন ২টি করে উইকেট। এছাড়া অ্যালেক্স গ্রিন, ফারহান আহমেদ ও জেমস মিন্টো একটি করে উইকেট শিকার করেন।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জেমস মুরসের উইকেট হারায় ইংল্যান্ড। আল ফাহাদের বলে ৬ বলে ১ রান করে ফেরেন মুরস। তবে এরপর বেন ডাওকিনস ও বেন মায়েস জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ৩৯ রানের মাথায় ডাওকিনস ২৯ বলে ২৭ রান করে আউট হলেও নিয়ন্ত্রণ ধরে রাখেন মায়েস।
ডাওকিনসের বিদায়ের পর অধিনায়ক থমাস রিউ মাঠে নেমেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন। রিউ ও মায়েসের জুটিতে দ্রুত জয়ের দিকে এগোতে থাকে ইংল্যান্ড। মায়েস ৫০ বলে ৩৪ রান করে আউট হলেও তখন ম্যাচ প্রায় হাতছাড়া বাংলাদেশের।
অধিনায়ক থমাস রিউ দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি। শেষদিকে কালাব ফালকানোর সঙ্গে জুটি বেঁধে দলকে সহজ জয়ে পৌঁছে দেন তিনি। রিউ ৫০ বলে অপরাজিত ৫৯ রান করেন, কালাব ১০ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। ১৫৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
বাংলাদেশের পক্ষে আল ফাহাদ নেন ২টি উইকেট, সামিউন বশির রাতুল শিকার করেন একটি।
এই পরাজয়ের মাধ্যমে সুপার সিক্স পর্ব থেকেই বিশ্বকাপ অভিযান শেষ হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের। সেমিফাইনালে ওঠার আর কোনো সুযোগ রইল না টাইগার যুবাদের।