ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাবিনাদের হাতে ট্রফি তুলে দিলেন কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬ ০৮:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার


সাবিনাদের হাতে ট্রফি তুলে দিলেন কাজী সালাউদ্দিন

থাইল্যান্ডের ব্যাংককে রচিত হলো বাংলাদেশের নারী ফুটসালের এক নতুন কাব্য। দক্ষিণ এশিয়ার প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা এখন লাল-সবুজের দখলে। 

রোববার টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ট্রফি তুলে দেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি ও সাবেক বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) প্রধান কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আগেই শিরোপা নিশ্চিত করেছিল বাংলাদেশ।

দিনের শেষ ম্যাচে নেপাল ও ভুটানের লড়াইয়ের পর আনুষ্ঠানিকভাবে পর্দা নামে এই আসরের। 

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাজী সালাউদ্দিন চ্যাম্পিয়ন দলের সদস্যদের গলায় স্বর্ণপদক পরিয়ে দেন এবং ট্রফি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণসহ সাফ ও থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রথমবারের মতো আয়োজিত এই আসরে রানার্সআপ হয়ে রৌপ্যপদক জিতেছে ভারত এবং তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতেছে নেপাল।

যদিও ফুটসালের এই আসরে আলাদা কোনো ব্যক্তিগত পুরস্কার রাখা হয়নি, তবে মাঠের পারফরম্যান্সে সবার উপরে ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। পুরো টুর্নামেন্টে ১৪টি গোল করে তিনি আসরের সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন।

 

ফুটবলে টানা দুইবার সাফ জয়ের পর এবার ইনডোর ফুটসালেও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করল বাংলাদেশের মেয়েরা। এই শিরোপা জয়ের ফলে এ অঞ্চলের ফুটসালে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হলো এবং নারী ক্রীড়াঙ্গনে যুক্ত হলো এক নতুন মাইলফলক।


   আরও সংবাদ