ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আ.লীগের সঙ্গে আঁতাতের কথা অস্বীকার করছি না

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬ ২০:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার


আ.লীগের সঙ্গে আঁতাতের কথা অস্বীকার করছি না

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের লাঙল প্রতীকের প্রার্থী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা তো দলগতভাবে নির্বাচনে অংশ নিয়েছি। আমরা আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিলাম। তাদের সঙ্গে আমাদের কিছু আঁতাত ছিল,এটি আমরা অস্বীকার করছি না। আমরাও জুলাই আন্দোলনের পক্ষেই ছিলাম।

বড় অংশ নির্বাচনের বাইরে থাকলেও আমরা যদি বাইরে চলে যাই, তাহলে দেশে বড় শূন্যতা দেখা দেবে। তখন আগামী সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম শহরে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, আমরা একাধিকবার আক্রান্ত হয়েছি।

প্রতিদিন বাধার মুখে পড়ছি। কে করেছে তা সকলেই জানেন। এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, তবে নির্বাচনে সহিংসতা অনিবার্য হয়ে যাবে। প্রশাসন যদি এটি রুখতে না পারে, নির্বাচন মূল্যহীন হয়ে যাবে।

তাই প্রশাসনের উচিত পদক্ষেপ নেওয়া।

প্রশাসনের সমালোচনা করে রাঙ্গা বলেন, প্রশাসন কখনই নিরপেক্ষ থাকেনি। বিভিন্ন কারণে তাদের কিছুটা সরে যেতে হয়। স্বাধীনতার পর থেকে একবারও তারা পুরোপুরি নিরপেক্ষ ছিল না। এখনও তাদের কাজ নিরপেক্ষ বলে মনে হচ্ছে না।

ডিসি ও ইউএনওরাও এখনও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা থানা পোড়াল, তারা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে পড়লে কোনো ওসির সাহস হয় না তাদের বিরুদ্ধে অবস্থান নিতে। প্রশাসন অনেকটা লালফিতায় বন্দি। এতে জনগণের ক্ষতি হচ্ছে। তাদের বিরুদ্ধে কথা বললে গরু চুরির ১৫২ নম্বর মামলায় ফাঁসানো হচ্ছে। অপরাধী হলে নিয়ম অনুযায়ী আমারও বিচার হোক। প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার-তারও বিচার হোক।


   আরও সংবাদ