স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬ ২০:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে পিসিবি সভাপতি মহসিন নকভি বলেছেন, আইসিসি সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে তিনি অবহিত করেছেন। প্রধানমন্ত্রী ‘সব বিকল্প খোলা রেখে’ বিষয়টি সামাল দিতে বলেছেন। নকভির ভাষ্য, সিদ্ধান্ত আসতে পারে আগামী শুক্রবার অথবা সোমবার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতি অনুযায়ী, সোমবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন নকভি। সেখানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নকভি বলেন, ‘আইসিসি সংক্রান্ত বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছি। তিনি বলেছেন, সব বিকল্প খোলা রেখে আমরা যেন সমাধান করি।
সিদ্ধান্ত নেওয়া হবে আগামী শুক্রবার অথবা সোমবার।’
এই আলোচনা সামনে এসেছে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে দলে নেওয়ার আইসিসির সিদ্ধান্তের পর। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টুর্নামেন্ট শুরু ৭ ফেব্রুয়ারি হওয়ায় সূচি বদল সম্ভব নয় জানিয়ে বাংলাদেশকে বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় আইসিসি।
বাংলাদেশের দাবি ছিল, ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।
আইসিসির সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টা আগে নকভি বলেছিলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে, তাদের টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত।’ সে সময় পাকিস্তানের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বলতে পারব।’
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের অনুপস্থিতিকে দুঃখজনক হিসেবে দেখেছে।
সংগঠনটির প্রধান নির্বাহী টম মফাত এক বিবৃতিতে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো দুঃখজনক। ক্রিকেটের বড় আন্তর্জাতিক টি-টোয়েন্টি আসরে একটি গুরুত্বপূর্ণ দেশের না থাকা আমাদের খেলাটির জন্যও কষ্টের বিষয়।’