ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬ ২১:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার
উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)
ধামইরহাটে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু
রবিবার (২৫ জানয়ারী) নওগাঁর ধামইরহাট উপজেলায় বেপরোয়া বালুবাহী ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার ভোর আনুমানিক ভোর ৪ টায় উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় এমএম সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ট্রাকের ঘাতক চালক ও চালকের সহকারী সুকৌশলপ পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনা পরবর্তী এলাকাবাসীর কাছ থেকে জানা যায় জয়পুরহাট জেলা থেকে আসা বালুবাহী কয়েকটি ডাম্পট্রাক বেপরোয়া গতিতে প্রতদিনের মতো উপজেলার আত্রাই নদীতে বালু নেওয়ার জন্য যাচ্ছিল। পথে আমাইতাড়া বাজারে একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডার এর সঙ্গে ধাক্কা খায় এবং রাস্তার পাশে থাকা আব্দুল জোব্বার এর চা-দোকানে ডুকে পড়ে এবং দোকানে ঘুমন্ত মানসিক ভারসাম্যহীন নারীকে পিষ্ট করে ধামইরহাট এম এম সরকারী ডিগ্রি কলেজের সীমানাপ্রাচীর ভেঙে কলেজ মাঠে ঢুকে পড়ে।
সরজমিনে গেলে প্রতিবেদককে চায়ের দোকানদার আব্দুল জোব্বার বলেন প্রতিদিনের মতো রাতে চা বিক্রি শেষে আমি বাড়ি চলে যাই এবং সকালে নাইট গার্ডের থেকে শুনতে পাই আমার চায়ের দোকানে ট্রাক ডুকে দোকান ভেঙ্গে গেছে। এখন আমার দোকানের কোন মালামাল আর অবশিষ্ট নেই। আমি গরবী মানুষ, আমার বড় ক্ষতি হয়ে গেছে।
খবর পেয়ে ধামইরহাট থানার পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।
ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ডাম্পট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক ও সহকারী কাউকে আটক করা যায় নি,এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।