ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করার ঘোষণা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করার ঘোষণা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে এখন থেকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখা হবে। আসন্ন সিরিজ ও ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনায় আবারও সাকিবকে দলে চায় বিসিবি।

সামগ্রিক পরিস্থিতি ও দলের প্রয়োজন বিবেচনায় নিয়ে সাকিবকে পুনরায় জাতীয় দলের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সামনে জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

সাকিবের অভিজ্ঞতা ও অলরাউন্ড সক্ষমতা জাতীয় দলের জন্য এখনো গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। সুতরাং সাকিব যদি ফিট থাকেন, তবে তাকে জাতীয় দলে রাখতে চায় বিসিবি।

এ ব্যাপারে বিসিবি পরিচালক  ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, 'সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইলিবিলিটি, ফিটনেস সাপেক্ষে দলে নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করবে নির্বাচক কমিটি।'

এ ব্যাপারে আরেক বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, 'সাকিবের ব্যক্তিগত ইস্যু কিভাবে কি হবে এটা সরকারের ব্যাপার।

আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। সাকিবের সাথে আমাদের কথা হয়েছে। সে জানিয়েছে আমাদের চুক্তিতে সে আগ্রহী, খেলতে চায়।'

 


   আরও সংবাদ