ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ মাদক কারবারী আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬ ২১:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার


 ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ মাদক কারবারী আটক

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।

জামালপুরে এক হাজার তিনশত এক বোতল বিদেশী মদ, ১টি ট্রাক ও নগদ অর্থসহ ৩ জন মাদক কারবারী কে আটক করেছে র‌্যাব। শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক। গ্রেফতারকৃতরা হলেন শেরপুরের ঝিনাইগাতী থানার মো: মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিন (৩৪)।

জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডর মেজর আসিফ আল রাজেক জানান,  শুক্রবার (২৩ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার টু বকশীগঞ্জগামী পাকা রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করা হয়। 

 

 চেকপোস্টে বিদেশী মদ বহনকৃত ট্রাকটিকে সিগন্যাল দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে অবস্থানরত মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টা করলেও তাদেরকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাকে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে। ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাখা ১ হাজর ৩শত ১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত ট্রাক, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ অর্থ ৯৬ হাজার ৮শত ৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৭০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর র্কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


   আরও সংবাদ