ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভোটের দায়িত্বে ব্যাংকের কর্মকর্তাদের রাখবে না

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬ ২০:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার


ভোটের দায়িত্বে ব্যাংকের কর্মকর্তাদের রাখবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে ইসলামী ব্যাংকসহ প্রশ্নবিদ্ধ ব্যাংকের কর্মকর্তাদের রাখছে না নির্বাচন কমিশন (ইসি)।

গত ১৭ জানুয়ারি করা বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।

এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য সব জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা দেওয়া হয়।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই করে নিয়োগ করা যাবে। উল্লিখিত চিঠির নির্দেশনার আলোকে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্তকরণের জন্য সব রিটার্নিং অফিসারদের ২৬ জানুয়ারি নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।


   আরও সংবাদ