স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬ ০৭:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
হারারে থেকে সুখবর এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। যুব বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে সাত উইকেটে পরাজিত করে সুপার সিক্সে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা। এই জয়ে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে তিনে, যা পয়েন্ট টেবিলে তাদের দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। সমান গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। প্রথম তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। এরপর সাহিল গার্গ ও অর্জুন মহেশ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও বড় ইনিংস গড়তে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন আদনিত জাম্বে।
বাংলাদেশের বোলিংয়ে দুর্দান্ত ছিলেন ইকবাল হোসেন ইমন, যিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া আরও তিনজন বোলার নেন দুইটি করে উইকেট।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী ব্যাটিং করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান।
জাওয়াদ আবরার ৪৭ এবং রিফাত বেগ ৩০ রান করেন। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম দায়িত্বশীল ও দৃঢ় ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ৮২ বল খেলে তিনি ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। শেষ দিকে কালাম সিদ্দিকী (৩০*) ও রিজান হাসান (২০*) অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন।