ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশের পাশে দাঁড়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬ ২০:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার


বাংলাদেশের পাশে দাঁড়াল পাকিস্তান

ভারতের মাটিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না চাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে এখন গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। এদিকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে ‘অবিচার’ ও ‘দ্বিমুখী নীতি’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত বোর্ড সদস্যদের জানিয়ে দেন যে, বিসিবির দাবিগুলো আইসিসি’র নীতির পরিপন্থী।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। 

 

ফলে টুর্নামেন্টের মর্যাদা রক্ষায় স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। বর্তমান র‍্যাঙ্কিং এবং অতীত পারফরম্যান্স বিবেচনায় এই সুযোগ পেল স্কটিশরা। নতুন সূচি অনুযায়ী, তারা ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লড়বে।

 

আইসিসি’র নিরাপত্তা মূল্যায়নে ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য ঝুঁকির মাত্রা ছিল ‘সহনীয় থেকে কম’। কিন্তু বিসিবি দাবি করছিল এই ঝুঁকি ‘সহনীয় থেকে উচ্চ’। আইসিসি আরও উল্লেখ করেছে, গত বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর চেয়ে বেশি ঝুঁকি থাকা সত্ত্বেও দল পাঠিয়েছিল বিসিবি। 

গত বুধবার দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম পার হওয়ার পর বিসিবি চিঠি দিলেও ততক্ষণে আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় হয়ে যায়।

আইসিসি মনে করে, বিসিবির দাবি মেনে নিলে ভবিষ্যতে টুর্নামেন্টের নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হবে।

 

বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে কড়া প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। লাহোরে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। আইসিসি’র দ্বিমুখী নীতি থাকতে পারে না। ভারত ও পাকিস্তানের জন্য যদি বিশেষ ‘হাইব্রিড মডেল’ থাকতে পারে, তবে বাংলাদেশের জন্য কেন নয়? এক দেশ অন্য দেশকে ডিক্টেট করতে পারে না।

 

নাকভি আরও জানান, বাংলাদেশের সমর্থনে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে কি না, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দেশে ফিরলে নেওয়া হবে। তবে তিনি হুঙ্কার দিয়ে বলেন, ‘আগে সিদ্ধান্ত আসুক; আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই তৈরি আছে।’ 

পাকিস্তান ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে যে, বিসিবি চাইলে তাদের দেশে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা যেতে পারে।

তবে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


   আরও সংবাদ