ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬ ২০:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার


সুপার সিক্সে বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য যাত্রা বজায় রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্সে পা রাখলো টাইগ্রেসরা।

মালপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতেই ওপেনার জুয়াইরিয়া (১১) ফিরলেও দিলারা আক্তার ২৭ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন।

তবে ইনিংসের মূল কারিগর ছিলেন তিনে নামা শারমিন আক্তার সুপ্তা। ৪৫ বলে ৫২ রানের দারুণ এক অর্ধশতক হাঁকিয়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। শেষ দিকে সোবহানা মোস্তারীর ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

 

আইরিশদের পক্ষে আরলেনে কেলি ও জানে ম্যাগুয়ের দুটি করে উইকেট নেন।

 

১৫৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করেছিল আয়ারল্যান্ড। ওপেনার অ্যামি হান্টার ২৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে গ্যাবি লুইস এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান। লুইস ৫৮ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে আইরিশদের চাপে রাখে বাংলাদেশের বোলাররা।

১১৭ রানে লরা ডিলানি রানআউট হওয়ার পর ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে।

শেষ পর্যন্ত রাবেয়া খান বিপজ্জনক হয়ে ওঠা লুইসকে ফেরালে আয়ারল্যান্ডের ইনিংস ১৪৪ রানে থেমে যায়। বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার দুটি এবং রাবেয়া খান একটি উইকেট নেন।

 

গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতে গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটার লড়াইয়ে এই ধারাবাহিকতা টাইগ্রেসদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।


   আরও সংবাদ