ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৪-২৫ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ১২০ বার


৪-২৫ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযান

ঢাকা: আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ মাছ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার ৷ এ সময়ে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ৷

সোমবার (২৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ৷ 

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ এবং সারা দেশে ইলিশের প্রাপ্যতা, মূল্য ও সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।  

সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয় ৷

সংবাদ সম্মেলনে বলা হয়, পরিপক্ক যাতে নিরাপদে ডিম দিতে পারে তা নিশ্চিত করার জন্য সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


   আরও সংবাদ