ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১২ বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০০ বার


১২ বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

গাজা উপত্যকা থেকে আটক ১২ ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস। 

বিবৃতিতে বলা হয়, কেরেম আবু সালেম ক্রসিংয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) তাদের গ্রহণ করবে।

এদিকে, গাজায় ভুলবশত ছোড়া মর্টার শেলে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।

তাদের দাবি, ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার যে একটি মর্টার শেল ছুড়েছিল তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছিল। 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ বুধবার জানায়, ওই শেলিংয়ে অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।


   আরও সংবাদ