আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫ ১৪:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
ভারতের শিবগঙ্গা জেলার কুম্মাঙ্গুডির কাছে তামিলনাড়ুর দুটি সরকারি বাসের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
রোববার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে পিল্লাইয়ারপট্টি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তিরুপাত্তুর এলাকায়।
তামিলনাড়ু পুলিশ প্রধান বলেন, শিবগঙ্গা জেলায় এক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। জনসাধারণ এবং সহযাত্রীদের উদ্ধার প্রচেষ্টায় দুর্ঘটনাগ্রস্ত যানবাহন থেকে বেশ কয়েকজন আহতকে বের করে আনা সম্ভব হয়েছে। একটি বাস তিরুপুর থেকে কারাইকুডি যাচ্ছিল, অন্যটি কারাইকুডি থেকে ডিন্ডিগুল জেলার দিকে যাচ্ছিল।
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে যে একটি বাসের সামনের দিক সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গেছে।
দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, মাটিতে সারিবদ্ধভাবে লাশ পড়ে আছে। বাসের সামনের দিক থেকে একজন নারীকে লাফিয়ে পড়তে দেখা গেছে, যার গাড়ির উইন্ডশিল্ড উড়ে গেছে। একজন নারী মাটিতে বসে ছিলেন এবং তার কপাল থেকে রক্ত ঝরছিল।
জরুরি উদ্ধারকারী দলগুলো আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন দুর্ঘটনার কারণ এবং হাসপাতালে ভর্তি ব্যক্তিদের অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এক সপ্তাহের মধ্যে দক্ষিণ তামিলনাড়ুতে সরকারি ও বেসরকারি বাসের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা।
গত সপ্তাহে টেনকাসি জেলায় দুটি বেসরকারি বাসের সংঘর্ষে ছয়জন নিহত হন। তদন্তকারীরা এ দুর্ঘটনার জন্য একটি বাসের বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করেছে।
সূত্র: এনডিটিভি