ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫ ১৭:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত

গাজায় নামমাত্র যুদ্ধবিরতি কার্যকর হলেও থামছে না ইসরায়েলি হামলা। অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন এলাকায় স্থল, নৌ ও আকাশপথে টানা আক্রমণে বাড়ছে হতাহতের সংখ্যা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ আগে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলি বাহিনী বেসামরিক এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। বহু হামলাই হচ্ছে যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে।

শনিবার সকালে খান ইউনিসের পূর্বাঞ্চল বানি সুফাইলায় আল-ফারাবি স্কুলের কাছে ড্রোন হামলায় দুই শিশু—জুমা ও ফাদি তামের আবু আসসি নিহত হয়। গুরুতর আহত অবস্থায় নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্যবস্তু ছিল ইয়েলো লাইনের বাইরে থাকা এলাকা।

এদিন আল-কারারা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গোলাবর্ষণ ও বিমান হামলায় আহত হন আরও অন্তত তিনজন। পাশাপাশি গাজা সিটির পূর্বাঞ্চল তুফাহ এলাকায়ও বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের পূর্ব অংশেও নতুন হামলার ঘটনা ঘটেছে।

এর আগের দিন বানি সুফাইলায় ইয়েলো লাইনের বাইরে চালানো আরেক ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হন বলে নিশ্চিত করেছে নাসের মেডিকেল কমপ্লেক্স কর্তৃপক্ষ। 

স্থানীয় বাসিন্দাদের মতে, যুদ্ধবিরতিকে কার্যত উপেক্ষা করেই এসব অভিযান চালাচ্ছে ইসরায়েল।


   আরও সংবাদ