ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হাসিনাকে প্রত্যর্পণের পর্যালোচনায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


হাসিনাকে প্রত্যর্পণের পর্যালোচনায় ভারত

২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে হওয়া গণ অভ্যুত্থানে করা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের প্রধান নেতা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করছে ভারত।

বুধবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। খবর রয়টার্সের। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য সম্প্রতি নতুন একটি অনুরোধ পাঠিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর এই অনুরোধ করা হয়। 

২০২৪ সালের আগস্ট থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। এর আগে গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার নেতৃত্বে শুরু হওয়া টানা ও ব্যাপক আন্দোলনের মুখে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।

ভারতের একটি অজ্ঞাত স্থানে গত দেড় বছর ধরে অবস্থান করছেন সাবেক এ প্রধানমন্ত্রী। এর আগে দুই দফায় তাকে ফেরত চেয়ে চিঠি দিলেও দিল্লি কখনো আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। তবে এবারই প্রথমবারের মতো প্রত্যর্পণ–সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি প্রকাশ করেছে দেশটি।


   আরও সংবাদ