ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেট্রোরেল চলাচলে বিঘ্ন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫ ১৩:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


মেট্রোরেল চলাচলে বিঘ্ন

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়ার কারণে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে। উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে কাপড়টি পড়েছিল।

এ ঘটনায় শনিবার (০৩ ডিসেম্বর) দুপুর ১২টা ২২ মিনিট থেকে ১২টা ৩৭ মিনিট পর্যন্ত ১৫ মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপ–প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করে জানান, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়ায় উহা অপসারণের জন্য মেট্রোরেল চলাচল দুপুর ১২টা ২২ মিনিট হতে বন্ধ করা হয়। ২টা ৩৭ মিনিটে ট্রেন চালু হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।


   আরও সংবাদ