ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

২৪ মিনিট বন্ধ ছিল চলাচল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫ ১৭:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৯ বার


২৪ মিনিট বন্ধ ছিল চলাচল

মেট্রোরেল লাইনে ব্যাগ পড়ে থাকায় ২৪ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৪৪ মিনিট থেকে ৪টা ৪ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে।

মেট্রোরেল পরিচালনা রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনের মাঝখানে মেট্রোরেল লাইনের ওপর একটা ব্যাগ পাওয়ায় তা অপসারণের জন্য মেট্রোরেল চলাচলে বিকেল ৩টা ৪৪ মিনিট থেকে ৪টা ৪ মিনিট পর্যন্ত সাময়িক বিঘ্ন ঘটে। ব্যাগ অপসারণ করা মাত্র ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এর আগে গত ২২ নভেম্বর মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পড়ায় রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৫৬ মিনিট পর্যন্ত ৯ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পতিত হওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে।


   আরও সংবাদ