ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেট্রোরেলের ছাদে উঠে পড়লেন দুজন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


মেট্রোরেলের ছাদে উঠে পড়লেন দুজন

বাংলাদেশ সচিবালয় স্টেশনে পৌঁছানোর পর দুই ব্যক্তি মতিঝিল থেকে উত্তরাগামী একটি মেট্রোরেলের ছাদে ও ট্র্যাকে উঠে পড়ে। এ ঘটনায় মেট্রোরেল সাময়িক চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

রোববার (৩০ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নামে মেট্রোরেল কর্তৃপক্ষের পেজে এ তথ্য জানানো হয়। 

ওই পোস্টে বলা হয়েছে, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রোরেলের ছাদের উপর ২ জন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

পরে মেট্রেরেল কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, একজন ব্যক্তি ট্রেনের ছাড়ে উঠে পড়েছিলেন। আরেক ব্যক্তি রেল ট্র্যাকে নেমে দৌড় দেন। তাদের খোঁজ চলছে।

এদিকে জানা গেছে, মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেল থেকে সব যাত্রীকে নামিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন কর্তৃপক্ষ। যাত্রীদের তারা বলেছে, ‘আপনারা সবাই স্টেশন থেকে নেমে যান, ট্রেন আর যাবে না।’

যাত্রীরা জানিয়েছেন, রাত ৮টায় মতিঝিল থেকে ট্রেনটি ছেড়ে সচিবালয় স্টেশনে পৌঁছায় রাত ৮টা ৫ মিনিটে। এরপর এটি ঢাবি স্টেশনে আসে রাত ৮টা ১২ মিনিটে। এরপরই যাত্রীদের নেমে যেতে বলা হয়।

ধারণা করা হচ্ছে সচিবালয় স্টেশন থেকে উত্তরা যাওয়ার পথে ওই দুই ব্যক্তি অসৎ কর্মকাণ্ডের কারণে ট্রেন চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ।

ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, সচিবালয় স্টেশন থেকে উত্তরার দিকে যাওয়ার সময় ট্রেনটির গতি কমে যায়। কোনোভাবে সেটি ঢাবি স্টেশনে পৌঁছে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন শত শত যাত্রী। এরপরই স্টেশনের মাইকে যাত্রীদের বলা হয়, আপনারা সবাই স্টেশন থেকে নেমে যান, ট্রেন আর যাবে না। এতে উত্তেজিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না।


   আরও সংবাদ