ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নতুন ফ্যাসিবাদের পরিণতি ৫ আগস্টের মতোই হবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬ ২১:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


নতুন ফ্যাসিবাদের পরিণতি ৫ আগস্টের মতোই হবে

নতুন জামা পরা ফ্যাসিবাদের ৫ আগস্টের মতো একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরের আদর্শ স্কুল মাঠে ঢাকা-১৫ আসনে নিজের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ সবার জন্য। মহান এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও আর দেখতে চাই না।

ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, নতুন জামা পরা ফ্যাসিবাদের ৫ আগস্টের মতো একই পরিণতি হবে।

 

উপস্থিত জনতার উদ্দেশ্য তিনি বলেন, এখানে যারা আছেন তার অন্তত ৪০ ভাগ বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেন নাই, অনেকেই জীবনে একবারও ভোট দিতে পারেন নাই। যারা এই ভোট কেড়ে নিয়েছিল, তাদের নাম ভোট ডাকাত। আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোনো ভোট ডাকাতকে দেখতে চাই না।

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের ৪০ শতাংশ যুবক, আপনাদের কারণে বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনাদের স্যালুট। আপনারা যে দুর্নীতি, দুঃশাসন এবং বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন— ‘উই ওয়ান্ট জাস্টিস’, সেই ন্যায়বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা ঘরে ফিরে যাবেন না।

ন্যায়বিচার যাদের নিশ্চিত হবে আমরা তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ।

 

তিনি বলেন, যারা নিজেদের দলের লোকদের চাঁদাবাজি, দখল বাণিজ্য, হামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়িচাপা দিয়ে লোক হত্যা— এগুলো থেকে নিজেদের দলের লোকদের বিরত রাখতে পারবে, তারাই আগামীর বাংলাদেশ জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না, তারা যতই রঙিন স্বপ্ন দেখাক, তাদের মতলব বুঝতে জাতির মোটেই অসুবিধা হবে না।

ইনসাফের বাংলাদেশ কায়েমের জন্য ১০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিতে দেশবাসীর কাছে আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনের প্রার্থী এস এম খালিদুজ্জামান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহমুদ জুবায়ের, খেলাফতে আন্দোলনের মাওলানা তৌহিদুজ্জামান, খেলাফতে মজলিসের মোফাজ্জল হোসেন নিয়াজি প্রমুখ।

 


   আরও সংবাদ