ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬ ০৭:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
সিলেট: দীর্ঘ ২১ বছর পর শ্বশুরবাড়ি ও পূণ্যভূমি সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উচ্ছ্বাসে তারেক রহমানের শ্বশুরবাড়িতে রান্না হয়েছে ৪০ ডেগ (ডেগচি) আখনি (সবজি, মাংস, ছোলা দিয়ে তৈরি বিরিয়ানির মতো এক ধরনের খাবার)। প্রায় ১২ হাজার মানুষের জন্য খাবার রান্না করা হয়েছে, জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সারি সারি চুলা, বড় বড় ডেগ আর আগুনের ঝলকানি শেষে নামানো হচ্ছে একের পর এক ডেগচি।
সাজিয়ে রাখা হচ্ছে ডেগগুলো। রান্না হয়ে গেলে এগুলোর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখছিলেন বাবুর্চি।
বুধবার (২১ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামের ‘মিনিস্টার’ বাড়িতে অর্থাৎ তারেক রহমানের শ্বশুরবাড়ি বাড়িতে এমন দৃশ্যের দেখা মিলেছে।
রান্নার দায়িত্বে থাকা প্রধান বাবুর্চি মো. হাসু মিয়া সাংবাদিকদের বলেন, প্রায় ১২ হাজার মানুষের জন্য ৪০ ডেগ আখনি রান্না করা হয়েছে।
আটটি গরু, ৩৪ বস্তা চালের আখনি রান্না হয়েছে।
তিনি আরও বলেন, এ আয়োজনে ৫০ জন বাবুর্চি অংশ নিয়েছেন। বুধবার সকাল থেকে রান্নার আয়োজন শুরু হয়। আশা করা যায়, রান্না খেয়ে প্রশংসা করবেন এলাকার জামাই তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৭টা ৫৭ মিনিটে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেমে আসেন তারেক রহমান। সেখানে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির নেতারা তাকে অভ্যর্থনা জানান।
এরপর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে করে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। রাত সাড়ে ৮টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।
এদিকে বুধবার (২১ জানুয়ারি) রাতে মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে তার শ্বশুরালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে তার শ্বশুর বাড়ি গেছেন।
তারেক রহমানের এ সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দুই শতাধিক লোক রয়েছেন। তারা পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সিলেট ও উইনশর হোটেল এবং সিলেট ক্লাবে রাতযাপন করছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি।