ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছে কিছুটা সময় মান্নার পাশে বসে চিকিৎসক ও পরিবারের কাছ থেকে শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এবং দ্রুত মান্নার সুস্থতা কামনা করেন।
এ সময় নাগরিক ঐক্য ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) বুকে ব্যথা নিয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।