ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫ ২২:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮০ বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ ও ২০২৪—যার যেখানে অবদান, সেটিকে কোনোভাবেই খাটো করা সমীচীন নয়। অবদানকে অস্বীকার করা হলে তা হবে জ্ঞানের আত্মহত্যা, আর তখন মায়ের কোলে আর কোনো বীরের জন্ম হবে না।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ’২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ। ’৭১ যেমন সম্মানের, ’২৪-ও তেমন সম্মানের। এই দুটিকে সম্মান করলেই বাংলাদেশ ও জাতিকে সম্মান করা হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে এখন দায়িত্বশীল হতে হবে। দেশ ভুলে ব্যক্তি-কেন্দ্রিক রাজনীতি করলে জাতি ক্ষমা করবে না। দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
জামায়াত আমির বলেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। অতীত কোনো গতিশীল জাতির পরিচয় বহন করে না। আমরা বিভক্ত জাতি নয়, ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। বাইরে থেকে কেউ এসে খবরদারি করুক বা দাদাগিরি করুক—তা আমরা বরদাশত করবো না।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে তাকে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করা হয়েছে। তার জীবন নিয়ে আমরা শঙ্কিত। আজ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি—হাদি আবার বিপ্লবী হয়ে ফিরে আসবে।