ঢাকা, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ “প্রতিবন্ধিতা অšত্মর্ভুক্তিমূলক
সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে জামালপুরে ৩৪তম আšত্মর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয়
প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলড়্গে বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা
কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে শহরের ফৌজদারি
মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহররে প্রধান সড়ক প্রধড়্গণি
করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন
কড়্গে আয়োজিত আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক
রোকোনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ
আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ, জামালপুর জেলা প্রেসক্লাবের
সভাপতি ফজলে এলাহী মাকাম, সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি
শামীমা খান, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে না করে, যদি তাদের বিশেষ
প্রশিড়্গণের মাধ্যামে প্রশিড়্গতি করা যায়, তাহলে তারা তাদের মেধাকে কাজে
লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আসবে।


   আরও সংবাদ