ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইপিএলকে ‘বিদায়’ জানালেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার


আইপিএলকে ‘বিদায়’ জানালেন ম্যাক্সওয়েল

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নিজের নাম নিবন্ধন করেননি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। পাঞ্জাব কিংস থেকে রিলিজ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আইপিএলের অন্যতম চাহিদাসম্পন্ন বিদেশি ক্রিকেটার ছিলেন ৩৭ বছর বয়সী এই অজি তারকা। ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় ম্যাক্সওয়েল আইপিএলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই টুর্নামেন্ট তাকে ‘ক্রিকেটার এবং মানুষ’ হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছে।

ম্যাক্সওয়েল লিখেছেন, ‘আইপিএলে অনেকগুলো অবিস্মরণীয় মৌসুম কাটানোর পর, আমি এ বছর নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি বড় সিদ্ধান্ত এবং এই লিগ আমাকে যা দিয়েছে, তার জন্য গভীর কৃতজ্ঞতা থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আইপিএল আমাকে একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। আমি ভাগ্যবান যে বিশ্বমানের সতীর্থদের সঙ্গে খেলা, চমৎকার সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করা এবং ভারতের অগণিত ভক্তদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়েছি। ভারতের স্মৃতি, চ্যালেঞ্জ এবং এখানকার দর্শকদের উন্মাদনা আমার সঙ্গে আজীবন থাকবে।’

ম্যাক্সওয়েলের আগে ফ্যাফ ডু প্লেসি এবং মঈন আলীর মতো তারকা ক্রিকেটাররাও ২০২৬ সালের মিনি নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের মতো ম্যাক্সওয়েলও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ মৌসুমে নাম লেখাতে পারেন।

আইপিএল ক্যারিয়ারে ১৪১টি ম্যাচ খেলে ১৫৫-এর বেশি স্ট্রাইক রেটে ২,৮১৯ রান করেছেন ম্যাক্সওয়েল। তিনি মূলত পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হয়ে খেলেছেন। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস) হয়েও মাঠ মাতিয়েছেন। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একবার আইপিএল শিরোপা জয়ের স্বাদ পান তিনি, যদিও সেবার তিনি দলের মূল একাদশে নিয়মিত ছিলেন না।

নিলামে বরাবরই চড়া দাম পাওয়া ক্রিকেটারদের একজন ছিলেন ম্যাক্সওয়েল। ২০২১ সালে আরসিবি তাকে ১৪.২৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল, যা ছিল তার সর্বোচ্চ পারিশ্রমিক। এছাড়া ২০১৩ সালের নিলামেও তিনি ছিলেন সর্বোচ্চ দামী খেলোয়াড়। তবে ২০২৫ সালের আইপিএলে পাঞ্জাব কিংস তাকে ৪.২ কোটি রুপিতে কিনলেও চোট ও অফ-ফর্মের কারণে তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে ২০২৬ মৌসুমের আগে তাকে দল থেকে ছেড়ে দেয় পাঞ্জাব।

ব্যাট হাতে কখনো অতিমানবীয় ইনিংস, আবার কখনো ধারাবাহিকতার অভাব—এভাবেই কেটেছে ম্যাক্সওয়েলের আইপিএল অধ্যায়। আপাতত এই নিলামে তাকে দেখা যাচ্ছে না, তবে ভবিষ্যতে তিনি ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে।


   আরও সংবাদ