ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গ্রুপ কিউএ’র কর্ণধার জয়নুল আবেদিন মারা গেছেন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫ ০৯:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


গ্রুপ কিউএ’র কর্ণধার জয়নুল আবেদিন মারা গেছেন

গ্রুপ কিউএ’র কর্ণধার কৃষিবিদ কাজী এ এফ এম জয়নুল আবেদিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন এই কৃষিবিদ।

তার মৃত্যুতে গ্রুপ কিউএ পরিবার গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিরেক্টর অপারেশনস আপন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী এ এফ এম জয়নুল আবেদিন ছিলেন একজন দূরদর্শী নেতা, অনুপ্রেরণার উৎস এবং গ্রুপ কিউএ পরিবারের অভিভাবক। কৃষি ও ব্যবসায় তার অসামান্য অবদান এবং দিকনির্দেশনা আমরা চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।

 

তার মৃত্যু পুরো প্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছে গ্রুপ কিউএ।

মরহুমের মাগফিরাত কামনা করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লাহ যেন তার সব ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন।


   আরও সংবাদ