ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫ ০৯:০৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
ধামইরহাট প্রতিনিধি নওগাঁ
৩০ নভেম্বর সকাল ১১ ঘটিকার সময় বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে শুরু হয় বিদায়ী ছাত্র ছাত্রী নিয়ে অনুষ্ঠান।
দোয়া অনুষ্ঠান শেষে সকল ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুলের রুমে শুরু হয় বিদায়ীদের নিয়ে আনুষ্ঠানিকতা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিদায়ী অনুষ্ঠান যেন পরিনত হয় এক আবেগঘন পরিবেশে।সকলের মধ্যে বিরাজ করে এক আবেগী পরিবেশ। বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক মোঃ খেলুন সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো, আল আমিন, মোসা,মারুফা খাতুন, প্রমিলা মার্ডী মোসা, নাহদা সহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
বিদায়ী ছাত্র ছাত্রী উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন মো, ওয়াজেদ আলী দেওয়ান, সভাপতি ১নং ধামইরহাট ইউনিয়ন বিএনপি ও সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি ছাএ ছাত্রী উদ্দেশ্য বলেন মনোযোগ সহ লেখাপড়া করার পরামর্শ প্রদান করেন।
বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্যেশে প্রধান শিক্ষক মো, খেলুন সরদার বলেন একটি, দুইটি দিন করে একমাস, দুই মাস, তিন মাস। তারপর এক বছর, দুই বছর, তিন বছর। এভাবে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। দীর্ঘ পাঁচ পাঁচটি বছর যেন চোখের পলকেই কেটে গেল তোমাদের সাথে থাকার সময়গুলো । আজ তোমাদের বিদায় জানাতে হবে। তবে এ বিদায় কষ্টের হলেও আনন্দ আছে, আজ তোমরা একটা স্তর থেকে আর একটা স্তরে যাচ্ছো।জীবন কে কর্মমুখী করতে লেখাপড়ার বিকল্প নেই।আমরা দোয়া করি তোমরা জীবনে সফলকাম হও।
এই বিদায়ে শুধু শিক্ষক নয় ছাত্র ছাত্রী ও তাদের স্মৃতি চারণ করেন।তারা ফেলে আসা স্মৃতি চারণ করেন নিরবে। কখনো এক সাথে সবাই মিলে।এভাবে কেটে যায় তাদের বিদায়ী দিন।স্কুলে পড়ে রয় অনেক অনেক স্মৃতি।
সবশেষে ছাত্র ছাত্রীদের নিয়ে এক প্রীতিভোজ এর আয়োজন মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।