ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পিছিয়ে গেল বিপিএল নিলামের সময়

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার


পিছিয়ে গেল বিপিএল নিলামের সময়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দীর্ঘদিন পর আবারও ফিরছে নিলাম পদ্ধতি।

টুর্নামেন্টের শুরুর দুটি আসরে হলেও পরে আর নিলাম হয়নি। কয়েক মৌসুম ধরে ড্রাফট ব্যবস্থায় দল গঠনের প্রক্রিয়া চললেও এবারের আসরে আবারও নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই করবে দলগুলো।

আজ ৩০ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে এবারের খেলোয়াড় নিলাম। নির্ধারিত সময়ে সামান্য পরিবর্তন এনে নিলাম শুরুর সময় বিকেল ৩টা থেকে পিছিয়ে বিকেল ৪টা নির্ধারণ করেছে আয়োজকরা। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে হবে এই অনুষ্ঠান।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ ২২ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত করতে পারবে। ম্যাচের একাদশে কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখার সুযোগ থাকবে। পাশাপাশি প্রতিটি দলের সঙ্গে সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ রাখা যাবে।


   আরও সংবাদ