ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নার্সদের বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫ ১৪:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪০ বার


নার্সদের বিক্ষোভ সমাবেশ

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তি করণের প্রতিবাদ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) নেতারা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনএর বরিশালে জেলা শাখার সভাপতি আলী আজগর, সহ-সভাপতি মো. শাহআলম, সাধারণ সম্পাদক মো. নূরে আলম তালুকদার, কোষাধ্যক্ষ শামীমা ইয়াসমিন, আনোয়ারা খানম, হাফিজা আক্তার, ড. শাম্মির আহম্মেদসহ বরিশাল নার্সিং কলেজ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সেবক-সেবিকারা।

সংগঠনের নেতারা বলেন, আমাদের শুরু থেকে চাকরির শেষ পর্যন্ত একই পদে থাকতে হয়। নানা বঞ্চনার প্রতিকারে ব্যবস্থা নেওয়ার বিষয়টি চৌদ্দ মাসের অধিক সময় ধরে আটকে আছে। উল্টো তারা আমাদের অধিদপ্তরকে বিলুপ্ত করার পাঁয়তারা চালাচ্ছে। এটা আমরা কিছুতেই হতে দেবো না। প্রয়োজনে আসছে ২ ডিসেম্বর থেকে আমরা কর্মবিরতিতে যাব।

নার্সেস অ্যাসোসিয়েশনের নেতারা আরও জানান, দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পর গত দু’দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছি। আর দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।


   আরও সংবাদ