ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনে প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫ ১৪:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


 বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনে প্রস্তুতি

জয়পুরহাটের পাঁচবিবিতে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, উপজেলা জামায়াত ইসলামের আমির সুজাউল করিম, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসানাত মণ্ডল হেলাল, পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, আটাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন চৌধুরী আবু, ধরনজি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম শামীম হোসেন, পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় সকলের মতামত গ্রহণ করে ইউএনও সেলিম আহমেদ বলেন, “প্রতিবছরের মতো এবারও সরকারের নির্দেশনা অনুযায়ী সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

উদযাপন কর্মসূচি:
১৪ ডিসেম্বর সকালে সকল বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং মসজিদ, মন্দির ও গির্জায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
১৬ ডিসেম্বর ভোরে পাঁচবিবি পৌর পার্কের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯টায় পাঁচবিবি স্টেডিয়াম মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ এবং বিকেল ৪টায় স্টেডিয়ামে উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধাদের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হবে।
এছাড়াও ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পৌর পার্কে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হবে।

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রব বুলু বলেন, “মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি। যারা এই দেশ স্বাধীন করেছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন সবার দায়িত্ব। বিজয় দিবসের অনুষ্ঠানে যেন কোনো মানবতাবিরোধী বা মুক্তিযুদ্ধবিরোধী ব্যক্তি অংশগ্রহণ করতে না পারে—এ বিষয়টি প্রশাসনের নজরে রাখা উচিত।”

সভা শেষে উপস্থিত সবাই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় পরিবেশে জাতীয় দিবসগুলো উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।


   আরও সংবাদ