ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
জয়পুরহাটের পাঁচবিবিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধন হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সেলিম জাহাঙ্গীর সৌরভ এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, এবং খামারি তৌফিক হাসান বাবু।
প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, বিভিন্ন জাতের পাখি, দুগ্ধজাত খাদ্য, পশুচিকিৎসা সামগ্রী, পশুখাদ্য এবং আধুনিক যন্ত্রপাতিসহ মোট ৩২টি স্টল অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনীস্থলের সব স্টল ঘুরে দেখেন।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি ও বৈচিত্র্যকরণের মাধ্যমে জয়পুরহাট এখন একটি সমৃদ্ধ জনপদে পরিণত হচ্ছে। খামারিদের ইতিবাচক মনোভাব, বাজার সৃষ্টি এবং সরকারের প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও প্রণোদনা প্রদানসহ বিভিন্ন উদ্যোগের ফলে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
উদ্বোধনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়। ৩২টি স্টলে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন প্রাণি, প্রযুক্তি ও আধুনিক খামার সরঞ্জাম।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—
২৭ নভেম্বর: গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান এবং কৃমিনাশক ট্যাবলেট বিতরণ
২৯ নভেম্বর: কৃত্রিম প্রজনন সেবা ও বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প
৩০ নভেম্বর: শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা
১ ডিসেম্বর: ‘প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা
২ ডিসেম্বর: সমাপনী আলোচনা অনুষ্ঠান
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ঘিরে পাঁচবিবি উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।