ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হওয়ার সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬০ বার


নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হওয়ার সম্ভাবনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজি তালিকায় বড়সড় পরিবর্তন আসতে পারে। গত ১১ অক্টোবর বিসিবি যে ১০ অঞ্চলের নাম অনুমোদন করেছিল, তার মধ্যে প্রথমবারের মতো উঠে আসে নোয়াখালী ও ময়মনসিংহের নাম। সেই সময় নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী ছিল বাংলা মার্ক লিমিটেড। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়ে প্রতিষ্ঠানটি।


এরপর পরিস্থিতি বদলে যায়। প্রায় এক মাস পর নোয়াখালীর জন্য আবারও সুযোগ তৈরি হয়। এবার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। দুই দফা যাচাই, নথিপত্র পর্যালোচনা ও আর্থিক স্থিতিশীলতার মূল্যায়ন শেষে ৫ নভেম্বর বিসিবি পাঁচটি ফ্র্যাঞ্চাইজি সম্পন্ন করে। পরবর্তীতে সংখ্যা বাড়িয়ে ছয়টিতে উন্নীত করা হয়, যারা এবার নিলামে অংশ নেবে।


পুরনো দল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের সঙ্গে নতুন যোগ হয়েছিল সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলোকে পাঁচ কর্মদিবসে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে বলা হয়েছিল। তবে বেশ কয়েকটি দল সময়মতো শর্ত পূরণ করতে ব্যর্থ হয়। পরে সময়সীমা বাড়িয়ে ১৮ নভেম্বর করা হলেও কিছু দল তাতেও ব্যর্থ হয়।


এদিকে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। ব্যাংক গ্যারান্টি ও অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ট্রায়াঙ্গল সার্ভিসেসের মালিকানাধীন চট্টগ্রাম রয়্যালসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। এমন খবরই ঘুরছে ক্রিকেট অঙ্গনে। যদিও বোর্ড এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। নিলাম ২৩ নভেম্বর থেকে পিছিয়ে ৩০ নভেম্বর নেওয়ার ঘোষণার পর শোনা যাচ্ছে, চট্টগ্রামের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ করার চিন্তা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই জায়গায় দেশ ট্রাভেলসের চট্টগ্রাম এক্সপ্রেস যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।


তবে আরেকটি সূত্র জানায়, চট্টগ্রাম রয়্যালসকে বাদ না দিয়ে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়ানোর দিকেই ঝুঁকছে বোর্ড। এ ক্ষেত্রে প্রথমবারের মতো বিপিএলে দেখা যেতে পারে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। ফলে চূড়ান্তভাবে পাঁচ দল নাকি ছয় দল খেলবে সে বিষয়ে এখনো পরিষ্কার ঘোষণা দেয়নি বিপিএল কর্তৃপক্ষ।


এবারের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে।


ফ্র্যাঞ্চাইজি তালিকায় সম্ভাব্য পরিবর্তন, নতুন দলের আগমন এবং চট্টগ্রামকে ঘিরে অনিশ্চয়তা সব মিলিয়ে বিপিএলের এবারের আসর শুরু হওয়ার আগেই জমে উঠেছে আলোচনা।


   আরও সংবাদ