ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশকে হারিয়ে শিরোপা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৭ বার


বাংলাদেশকে হারিয়ে  শিরোপা পাকিস্তানের

দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারসের রোমাঞ্চকর ফাইনালে দেখা গেল এক অবিশ্বাস্য নাটকীয়তা। পাকিস্তান শাহিনস ও বাংলাদেশ ‘এ’ দুই দলই ২০ ওভার শেষে সমান ১২৫ রান করে ম্যাচটিকে নিয়ে যায় সুপার ওভারে। মূল ম্যাচে কেউ কাউকে ছাড় না দিলেও এক ওভার এলিমিনেটরে নিজেদের স্নায়ু নিয়ন্ত্রণে রেখে শিরোপা জিতে নেয় পাকিস্তান শাহিনস।

পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। ইনিংসের প্রথম ওভারেই রান আউট হয়ে ফেরেন ইয়াসির খান। দ্রুত উইকেট হারানোয় ব্যাটিংয়ের ওপর চাপ তৈরি হলেও মাজ সাদাকত ও আরাফাত মিনহাজ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মাজ ১৮ বলে ২৩ এবং মিনহাজ ২৩ বলে ২৫ রানের ইনিংস খেলেন, যা দলকে লড়াইয়ের মতো সংগ্রহ এনে দিতে সহায়তা করে।

তবে পাকিস্তানের টপ অর্ডারের ব্যর্থতা বড় ক্ষতি করে।মোহাম্মদ ফায়াক ও অধিনায়ক ইরফান খান দুজনই শূন্য রানে ফিরলে রান তোলার কাজ আরও কঠিন হয়ে যায়। গাজি ঘোরির ৯ রানের ছোট ইনিংস ছাড়া কেউই আর উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ফলে ২০ ওভার শেষে পাকিস্তান শাহিনস থামে মাত্র ১২৫ রানে।

বাংলাদেশের রাকিবুল হাসান, রিপন মণ্ডল ও জিশান আলম নিয়মিত উইকেট তুলে নিয়ে পাকিস্তানের রানের গতি নিয়ন্ত্রণে রাখেন।

জবাবে ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও খুব একটা স্বস্তির ছিল না। পাকিস্তানের বোলাররা শুরু থেকেই চাপ ধরে রাখে। ম্যাচ যত এগোতে থাকে ততই উত্তেজনা বাড়তে থাকে।

বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে ২২ রানে। মিনহাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জিসান। ওপেনার হাবিবুর রহমান সোহানও খুব বেশি এগোতে পারেননি। মাত্র ২৬ রানে ফেরেন তিনি। মাত্র ১৮ রানে ৬ ব্যাটারকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ শিবির।

রাকিবুল হাসানের ২৪ বাদে কেউই তেমন বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে আবদুল গাফফার সাকলাইনের ১৬ ও রিপন মণ্ডলের ১১ রানে ভর করে বাংলাদেশ ম্যাচে উত্তেজনা নিয়ে আসে।

শেষ ওভারে গিয়ে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। কিন্তু পাকিস্তানের বোলাররা অসাধারণ শৃঙ্খলা দেখিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিয়ে ম্যাচকে সুপার ওভারে ঠেলে দেন। নির্ধারিত ২০ ওভারের শেষে বাংলাদেশও ১২৫ রানে থামলে ফাইনাল গড়ায় এক ওভার এলিমিনেটরে।

সুপার ওভারে পাকিস্তান শাহিনস দেখায় আত্মবিশ্বাস। বাংলাদেশের ব্যাটাররা চাপে রান তুলতে লড়াই করলেও সফল হতে পারেননি। তুলনামূলক সহজ লক্ষ্য সামনে পেয়ে পাকিস্তান ব্যাটাররা নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে তা অতিক্রম করে নেয়। শেষ পর্যন্ত সুপার ওভারের জয়ের সুবাদে পাকিস্তান শাহিনস এশিয়া কাপ রাইজিং স্টারসের চ্যাম্পিয়ন হিসেবে অপরাজিত দল হিসেবে টুর্নামেন্ট শেষ করে।


   আরও সংবাদ