ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অনার্স নবীনদের বরণে ছাত্রশিবিরের ব্যতিক্রমী আয়োজন”

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৩ বার


অনার্স নবীনদের বরণে ছাত্রশিবিরের ব্যতিক্রমী আয়োজন”

 মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধি:

ঐতিহ্যবাহী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষ ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ১২ শতাধিক নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয় নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান।

 

এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম।

 

শাখা সভাপতি আরিফ ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মামুন আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন প্রমুখ।

 

রেজিস্ট্রেশনের মাধ্যমে কলেজের নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পবিত্র আল-কোরআন, ইসলামী বই ও বিভিন্ন উপহার সামগ্রীর মাধ্যমে নবীনদের বরণ করে নেয় ছাত্রশিবির।

 


   আরও সংবাদ