ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮৬ বার
বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (বিএনডিপি) চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন, জুলাই সনদকে পরিপূর্ণতা দিতে গণভোট নভেম্বর মাসের মধ্যে চাওয়া প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। কালক্ষেপণ না করে জুলাই সনদের বৈধতা দিতে নভেম্বর মাসের মধ্যেই গণভোটকে নীতিগতভাবে বৈধতা দেওয়া এখন সময়ের দাবি।
গতকাল রাজধানীর মালিবাগে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের বর্ধিত বিশেষ সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
পরিষদের প্রধান সমন্বয়কারী সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল-আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষনেতা এস এম মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), মুহাম্মদ আবদুল আহাদ নূর, কে সি মজুমদার (খোকন), আবুল কাশেম মজুমদার, এম এ ইউসুফ, এ টি এম মমতাজুল করিম, হারুনুর রশীদ দুলাল, সিদ্দিকুর রহমান খান, মনোয়ার হোসেন প্রমুখ।