ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫ ১৫:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৩ বার


বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার উদ্দেশে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বৈঠকের পর বিকেল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বৈঠকে দলীয় ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি আলোচিত হবে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে উপস্থিত হয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


   আরও সংবাদ