ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়নে প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড ও সাইন ফ্লেক্সিপ্যাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাতভর চেষ্টা চালিয়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২১ জানুয়ারি) ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে গোগনগর কবরস্থান এলাকায় অবস্থিত কারখানাটির নিচতলায় গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপপরিদর্শক আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাতভর চেষ্টার পর ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। প্লাস্টিক কারখানা হওয়ায় এখনও ধোঁয়া বের হচ্ছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

 

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


   আরও সংবাদ