ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১১ বার


মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় দছিরণ বিবি (৯০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

 

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাপাহার-নিশ্চিন্তপুর সড়কের আনারপুর বিস্কুট ফ্যাক্টরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দছিরণ বিবি উপজেলার ইসলামপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে দছিরণ বিবি আনারপুর গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়ি ইসলামপুরে ফেরার পথে তিনি আনারপুর বিস্কুট ফ্যাক্টরির নিকটস্থ পাকা রাস্তার ওপর ওঠেন। এ সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় তাঁর মৃত্যু হয়।

 

এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাসটি চালকসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "এ বিষয়ে থানায় একটি মামলা রেকর্ড করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"


   আরও সংবাদ