ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
সোমবার (১ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল পৌনে ৫টার দিকে রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
অন্যদিকে প্রায় একই সময় মোহাম্মদপুরের জহুরি মোল্লা এলাকায় একটি বাসায় লাগা আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস।