ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ নজরদিঘী এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ঝুট গুদাম। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে গুদামের ঝুট মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আমবাগ নজরদিঘী এলাকায় টিনশেডের তৈরি ঝুটের একটি গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে টিনশেডের একটি গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।