ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫ ১৭:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’

‘উদ্যোক্তা হবো, দেশ গড়বো’ এই স্লোগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে ঝিনাইদহে এক মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি’র সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

গত ২৬ নভেম্বর এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘Skills for Industry Competitiveness and Innovation’ এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। 

সমাপনী অনুষ্ঠানে ২৫ জন উদ্যোক্তাকে সনদপত্র, ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়। প্রশিক্ষণে ১৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। 

 

যমুনা ব্যাংক পিএলসির ভিপি ও খুলনা জোনাল হেড মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির এসএমই (মার্কেটিং) প্রধান এন এইচ এম নুসরাত, সিও এনজিরও নির্বাহী পরিচালক মো. শামসুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা ব্যাংকের ঝিনাইদহ শাখা ব্যবস্থাপক মো. আতিয়ার রহমান। 

 

অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশ গ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। 

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঝিনাইদহের সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে সহায়ক হবে।


   আরও সংবাদ