ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সড়ক দূর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


সড়ক দূর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর)প্রতিনিধি \ জামালপুর ইসলামপুরে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অনাকাঙ্খিত এই দূর্ঘটনায় দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাগেছে, ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হালিম (৬০) শুক্রবার বিকালে মোটর সাইকেল যোগে জামালপুর যাওয়ার পথে চর পলিশা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে জামালপুর দেওয়ানগঞ্জ বাইপাস সড়কে ইসলামপুর পৌর শহরের পাটনীপাড়া ব্রীজ এলাকায় মোটর সাইকেল ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় নটারকান্দা গ্রামের সুলতান শেখের পুত্র কলেজ পড়–য়া মাসুম বিল্লাহ (২৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ.স.ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিতি করেছেন।
লিয়াকত হোসাইন লায়ন
 


   আরও সংবাদ