ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

BSTQM-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৩ বার


BSTQM-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা

গতকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫ রাজধানীর পান্থপথের সেল অডিটরিয়ামে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য, গবেষক, শিল্প বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের উপস্থিতিতে এবারের এজিএম অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আজীবন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির অ্যাডভাইজার আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ উক্ত সংগঠনের বার্ষিক বনভোজন কমিটি- ২০২৫ সদস্য, বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি’র আজীবন সদস্য হিসেবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। প্রেস রিলিজ


   আরও সংবাদ