ঢাকা, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ নারীসহ নিহত ৬

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫ ১৫:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২০৭ বার


নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ নারীসহ নিহত ৬

নাটোর: নাটোরে বড়াইগ্রামে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন।

 

 

নিহতদের মধ্যে পাঁচজন নারী। হতাহত সবাই মাইক্রোবাসের চালক ও যাত্রী।  

নিহতদের মধ্যে শুধু মাইক্রোবাসচালকের নাম জানা গেছে। তিনি হলেন মেহেরপুরের গাংনী উপজেলার রুবেল হোসেন (৩২)।  

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকা যাচ্ছিল। পথে বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর তরমুজ ফিলিং স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকট শব্দ হয় এবং মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চার নারী ও এক পুরুষ নিহত হন। এতে আহত হন তিনজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়। আহত দুজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে। তবে নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।  


   আরও সংবাদ