ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শীতে ত্বকের সুস্থতায় অলিভ অয়েলে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার


শীতে ত্বকের সুস্থতায় অলিভ অয়েলে

শীত প্রায় শেষের পথে তবুও ত্বকে শুষ্কতা অনুভব হয়। এসময় সৌন্দর্যচর্চায় অনেকেই শুষ্কতাকে দূরে রাখতে অলিভ অয়েল বা জলপাই তেলের ওপর নির্ভর করেন। 

প্রচলিত আছে- মিশরের রানি ক্লিওপেট্রাও নাকি সৌন্দর্যচর্চায় জলপাইয়ের তেল ব্যবহার করতেন নিয়মিত। এই তেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস।

যা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। 

 


প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও এই তেল ব্যবহার করতে পারেন। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের টানটানভাব ধরে রাখতে সাহায্য করে। ত্বক থাকে মসৃণ।


 
এ অবস্থায় জলপাইয়ের তেল রাখতে পারেন সৌন্দর্যচর্চার নিয়মিত উপকরণ হিসেবে। ত্বকের উজ্জলতা বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক আর্দ্রতাও ধরে রাখতে সক্ষম এ তেল। আরও অনেক উপকার পাওয়া যাবে নিয়মিত এ তেল ব্যবহার করলে, জেনে নিন সেসব-  
•  ত্বকের গ্ল্যামার ফেরানোর পাশাপাশি নানা দাগছোপ মলিন করতেও সাহায্য করে এ তেল।
•  এছাড়া ত্বকের ব্ল্যাকহেডস ও হোয়াইট হেডস পরিষ্কার করতেও ভূমিকা রাখে।


•   জলপাই তেলে আছে ভিটামিন ই-এর মতো উপকারী উপাদান। যা ত্বকের জন্যে খুবই ভালো। এ তেলে পলিফেনলের মতো উপাদানও আছে যা ত্বকের জন্য উপকারী।
ফেসপ্যাকে, সরাসরি দুভাবেই ব্যবহার করতে পারেন এ তেল।

যেকোনো ফেসপ্যাকে কয়েক ফোঁটা জলপাই তেল দিয়ে মুখে মেখে রাখুন ১০-১৫ মিনিট এবার কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।



স্নানের পানিতে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে নিতে পারেন। এতে পুরো শরীরের শুষ্কতাই দূর হবে। কিংবা সিরামের মতো অল্প পরিমাণ হাতে নিয়ে চেপে চেপে মুখে ব্যবহার করতে পারেন। 

 


   আরও সংবাদ