স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬ ১৭:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের পর্দা নামছে আজ। ফাইনালে সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। তবে ম্যাচ শুরুর আগেই দর্শকদের জন্য অপেক্ষা করছিল বিশেষ আকর্ষণ।
ফাইনালের আগে বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বিপিএলের নতুন ট্রফি।
এর আগেই ট্রফি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা, বিশেষ করে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে এটি তৈরি হওয়াকে কেন্দ্র করে। ফাইনালের দিন পর্যন্ত ট্রফিটি জনসমক্ষে না আসায় সমর্থকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
সবচেয়ে বড় চমক হলো হেলিকপ্টারে করে সরাসরি মাঠে নিয়ে আসা হয়েছে ট্রফিটি। যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশের সাবেক অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন এই বিশেষ দায়িত্ব পালন করেছেন।
আকাশপথে ট্রফির আগমন ফাইনালের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
তবে এবারের ফাইনালে কোনো দীর্ঘ সাংস্কৃতিক আয়োজন রাখা হয়নি। দর্শকদের জন্য ছিল সীমিত পরিসরের আতশবাজি।
মাঠের লড়াইয়ের কথায় ফিরলে, প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস।
অন্যদিকে, এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার খেলতে ওঠা সিলেট টাইটান্সকে পরাজিত করে ফাইনালের দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নেয় রাজশাহী।