ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬ ১২:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার


 বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মো. সামসুজ্জোহা খানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায়  ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ধামইরহাট পৌর বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার বার জনগনের পক্ষ ভোটে নির্বাচিত সাবেক এমপি নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের  এমপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। 

সভায় পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি। 

 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম এর সঞ্চালনায় সভায়  বক্তব্য রাখেন- ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌন হাসান, সহ-সভাপতি রেজাউল করিম মুছা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, পৌর বিএনপির সহ কোষাধ্যক্ষ কামরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রউফ সহ  পৌর ও উপজেলার নেতৃবৃন্দ। নির্বাচনী জনসভায় মহিলা দের উপস্থিতি লক্ষনীয়ভাবে দেখা যায়। 

প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী আগামী ১২ তারিখে ধানের শীষে  পক্ষে ভোট চেয়ে জনসভা শেষ করেন।

 


   আরও সংবাদ