ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬ ২১:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

নারী বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে এগোচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নামিবিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা তিন জয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে দলটি।

আজ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১৪৪ রান। স্কোরটা খুব বড় না হলেও পরে বল হাতে ম্যাচটা একেবারে একপেশে করে দেয় স্পিন আক্রমণ।

ফলে লক্ষ্য তাড়ায় নামিবিয়ার ইনিংস থেমে যায় ৬৪ রানে।

 

বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ইনিংস আসেনি কারও কাছ থেকে। তবে মাঝের দিকে দ্রুত রান তোলায় ভর করে সংগ্রহ দাঁড়ায় লড়াইয়ের মতো। সোবহানা মোস্তারির ২৭ রানই ছিল দলের সর্বোচ্চ।

দিলারা আক্তার করেন ১৭ বলে ২৫ রান, স্বর্ণা আক্তার ১৮ বলে ২৩। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৯ বল খেলে করেন ২১ রান।

 

নামিবিয়ার হয়ে সাইমা তুহাদেলেনি ও সিলভিয়া শিহেপো নেন দুটি করে উইকেট।

ব্যাটিংয়ে নামিবিয়ার পক্ষে প্রতিরোধ গড়ার সুযোগই মেলেনি।

অধিনায়ক সুন উইটমান করেন ১৯ রান, উইকেটকিপার মার্কজারলি গোরাসেস ১২। বাকিদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

 

বল হাতে ম্যাচের মূল পার্থক্য গড়ে দেন সানজিদা আক্তার মেঘলা। বাঁহাতি স্পিনে ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

রাবেয়া খান ৫ রান দিয়ে নেন ৩ উইকেট, ফাহিমা খাতুন ১২ রান খরচায় নেন ৩টি।

 

তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করার লড়াইয়ে শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।


   আরও সংবাদ